একটা বিষয় আমরা কোনোদিন কি চিন্তা করে দেখেছি যে, জীবজন্তুদের মধ্যে সকল পুরুষরাই কেন সুন্দর হয়? আর মানব জাতির মধ্যে কেন নারীরাই অত্যধিক সুন্দর হয়ে থাকে?
আপনি একটু খেয়াল করে দেখুন পশু-পাখিদের মধ্য কিন্তু সকল পুরুষরাই খুব সুন্দর হয়। একবার লক্ষ্য করুন পশুদের মধ্যে বলদ-কে নিয়ে ভাবুন। বলদ কিন্তু খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী এর শারীরীক গঠন খুবই আকর্ষণীয়। আর অন্য দিকে গাভী? বলদের চেয়ে গাভী কিন্তু অনেকটাই অসুন্দর আবার পুরুষ কবুতরের দিকে তাকান! কি সুন্দর রঙে সাজানো একটি পাখী? দেখতে কি সুন্দর? মায়া ভরা তার শারীরীক গঠন। তার দেহের রঙ যেন স্বয়ং সৃষ্টিকর্তা মেখে দিয়েছেন তার শরীরে। এবার আরো একবার মোরগের দিকে তাকান! কি অসাধারন রঙে রাঙানো তার পাখার রঙ? কত মসৃন তার গায়ের পালক? কি অসীম লাল রঙে ভরা তা মাথার ঝুথি? তার পেছনের লেজের পাখাগুলো যেন মানব নারীর চোখের কাজলের মত বাঁকা? এভাবে ময়না , ঠিয়া, সহ সকল পুরুষ পাখিদের কথা চিন্তা করুন। আর শেষের দিকে ময়ুর পাখির কথা ভাবুন। ভাবুন তার লেজের কথা। কল্পনা করুন তার রঙের কথা। তার শরীরের পালকতো স্বয়ং শ্রী কৃঞ্চের মস্তকে স্থান করে নিয়েছে। তার রুপের বর্ণনা করে শেষ করা যাবেনা।
এবার অন্যভাবে চিন্তা করে দেখুন। আমরা অনেক সময় অনেক জাায়গায় ঘুরে বেড়ায়। কখনো প্রয়োজনে আবার কখনো বা অপ্রয়োজনে। আর আমরা সর্বত্রই পশু-পাখি দেখতে পায়। আপনি হয়ত খেয়াল করেছেন যে, এসব পশু-পাখিদের মধ্যে পুরুষ পাখি বা পুরুষ জন্তু নারীর সঙ্গ পাওয়ার জন্য বিভিন্ন ভঙ্গিমায় আকর্ষণ করার চেষ্টা করে। যখনই পুরুষ তার ভঙ্গিমায় নারীকে আকর্ষিত করতে সক্ষম হয়, তখনই কিন্তু পুরুষ নারীর সঙ্গ পেয়ে থাকে। অর্থাৎ নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়।
আর অন্যদিকে মানব জাতির কথা চিন্তা করুন। আপনি ভাবুন যে, মানব জাতির মধ্যে কিন্তু নারীদের তুলনায় পুরুুষরা সুন্দর হয়না বা হতে পারেনা। অর্থাৎ মানব জাতি পশু-পাখিদের একদম বিপরিত। মানব জাতির মধ্যে পুরুষদের আকর্ষণ করে নারীরা।
নারীরা কেন এত সাজ-সজ্জা করে তা একবার হলেও চিন্তা করার বিষয়। পুরুষ হিসেবে এটা চিন্তা করুন, যদি কোনো নারী সাজ-সজ্জা ব্যতিত আপনার সামনে চলে আসে, তখনই কি আপনি তাকে সুন্দর দেখবেন? অথবা সুন্দর দেখলেও আপনি হয়ত আরো বলবেন ; ইস! যদি একটু সাজ-সজ্জা করতো তখন আরো বেশী সুন্দর লাগতো। সে কথা কিন্তু পুরুষরা বলে থাকে।
আজ এই পর্যন্ত। কথা হবে আগামি কোনো একটি ব্লগে। ভালো থাকবেন। যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে পজেটিভ কমেন্ট বা যুক্তির মাধ্যমে কমেন্ট করুন। এতে অজানা থাকা বিষয়গুলি জানা হবে।
জানা-অজানার ব্লগ থেকে আপনাকে ধন্যবাদ ।
0 মন্তব্যসমূহ